বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বিএনপি অফিসে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার ভোররাতে প্রায় ৩টার দিকে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুরো অফিস ও ভেতরের মালামাল পুড়ে যায়। এলাকাবাসীর ধারণা, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তেজনার জেরে এই অগ্নিসংযোগ ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।