ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষ সংসদে একমত হলেও কিছু দলের কিছু আপত্তি রয়েছে। নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশ দল সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে মত দিয়েছে, যদিও কিছু দল এ নিয়ে সুস্পষ্ট আপত্তি জানিয়েছে। তবে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব বলে তিনি মনে করেন। আলী রীয়াজ জানান, এনসিসির পরিবর্তে একটি নিয়োগ কমিটি গঠিত হবে, যা ৬টি কমিশনের প্রধান ও সদস্য এবং আইনি কাঠামোর আওতায় অন্যান্য প্রতিষ্ঠানের নিয়োগের কাজ করবে। এসব প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম-কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন। তিনি এ বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর গুরুত্বসহকারে বিবেচনার অনুরোধ জানান।