ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই পটুয়াখালী-১ আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। দলের ঘোষিত প্রার্থী সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেছেন, জেলা বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতা তাকে সরাতে ১০০ কোটি টাকার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। তিনি জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন ও সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনুর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। পাল্টা প্রতিক্রিয়ায় জেলা বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে এসব অভিযোগকে ভিত্তিহীন ও বিভাজন সৃষ্টির প্রচেষ্টা বলে দাবি করেন। তারা বলেন, প্রার্থী মাঠের বাস্তবতা জানেন না এবং একক সিদ্ধান্ত নিচ্ছেন। আলতাফ পাল্টা জবাবে বলেন, কিছু নেতা বিএনপিকে দুর্বল করছে ও বিদেশে টাকা পাচার করছে। যদিও উত্তেজনা বাড়ছে, জেলা নেতারা পরে জানান, আলতাফই ধানের শীষের প্রার্থী এবং ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।