ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নির্দেশ দিয়েছেন, কেউ যদি যানবাহনে আগুন দেয় বা ককটেল নিক্ষেপ করে জীবনহানির চেষ্টা করে, তবে তাকে গুলি করতে হবে। রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় তিনি এ নির্দেশ দেন বলে ডিএমপির কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে সহিংসতা ঘটতে পারে—এমন আশঙ্কা থেকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কমিশনার বলেন, আইন অনুযায়ী জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষায় পুলিশ প্রয়োজনে গুলি চালাতে পারে। এর আগে চট্টগ্রামেও সন্ত্রাসীদের বিরুদ্ধে একই ধরনের নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার। আসন্ন রায়কে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।