এবি পার্টি'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জনগণের স্বীকৃতি অর্জনের জন্য রাজনৈতিক দলের অন্যতম বাহন হলো নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচন মানে হলো জয়। পরাজিতদের এখানে কোনো গুরুত্ব থাকে না। তিনি বলেন, ‘পুরোনো দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে নতুন দলের নেতা ও প্রার্থীদের নাগরিক আস্থা ও সমর্থন অর্জন করা বিরাট চ্যালেঞ্জ। মঞ্জু বলেন, সরকারের উচিত যৌক্তিক দাবি দাওয়া বিবেচনার জন্য একটি শুনানি পরিষদ গঠন করা। যাদের কাজ হবে, দাবি দাওয়া গুলো শুনে একটা সমাধানের পথ বের করা, যাতে মানুষ আস্থা খুঁজে পায়। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে তারা মনোযোগী নয়, প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনো দুর্বল। এরকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমত করতে পারবে না বলে জনমনে সংশয় তৈরি হচ্ছে।