সোমবার জাকসু নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে হাইকোর্টে রিট করেছেন ভিপি প্রার্থী অমর্ত্য রায়। রিট শেষে অমর্ত্যের আইনজীবী মানজুর আল মতিন বলেন, কিছু কিছু গণমাধ্যম প্রচার করেছে জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট করা হয়েছে, বিষয়টি আসলে সত্য নয়। জাকসুতে ‘সম্প্রীতির ঐক্য’ নামে যে প্যানেল রয়েছে তার ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থীতা হঠাৎ করেই বাতিল করা হয়েছে। প্রার্থী যাচাই বাছাইয়ের সকল প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর নির্বাচনের অল্প কিছু সময় আগে তাকে কিছু না জানিয়েই তার প্রার্থিতা বাতিল করে দেয়া হয়। তিনি বলেন, আমাদের একটাই চাওয়া যাতে অমর্ত্য রায় এই নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতায় অংশ নিতে পারে। আমরা আশা করছি আগামীকাল এই রিটটির শুনানি করতে পারবো এবং আমাদের বিশ্বাস হাইকোর্টের রায় অমর্ত্যের পক্ষে আসবে। আরও বলেন, ফ্যাসিস্ট আমলে এই শিক্ষার্থী প্রতিবাদী গ্রাফিতি আকায় তার ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসন চড়াও হয়। সেই সময়ে তার ছাত্রত্ব বাতিলের পাশাপাশি তার নামে মামলাও হয়। পরে হাইকোর্ট বিভাগ থেকে তার ছাত্রত্ব ফিরিতে দিতেও বলা হয়। সেটারও ব্যত্যয় ঘটানো হয়। এখানে তার কিছু সময় কেটে যায়, এতে তার কোনও দোষ নেই।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।