চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের একটি নির্জন সড়কে শনিবার রাত সাড়ে ৭টার দিকে জামাল উদ্দিন (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এলাকাবাসী গুলিবিদ্ধ লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত নয়। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।