দক্ষিণ আফ্রিকা ইসরাইলি কূটনীতিক এরিয়েল সিডম্যানকে বহিষ্কার করেছে এবং তাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে। আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ শুক্রবার জানায়, ইসরাইলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সিডম্যানকে দেশ ছাড়ার জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে কূটনৈতিক নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
বিভাগের বিবৃতিতে বলা হয়, সিডম্যান সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে অপমানজনক আক্রমণ চালিয়েছেন এবং ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তাদের কথিত সফর সম্পর্কে মন্ত্রণালয়কে ইচ্ছাকৃতভাবে অবহিত করেননি। বিবৃতিতে এই কর্মকাণ্ডকে কূটনৈতিক বিশেষাধিকারের চরম অপব্যবহার এবং ভিয়েনা কনভেনশনের মৌলিক লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়, যা দ্বিপাক্ষিক সম্পর্কের আস্থা ও প্রোটোকলকে ক্ষুণ্ন করেছে।
দক্ষিণ আফ্রিকা ইসরাইল সরকারকে ভবিষ্যতে তাদের কূটনৈতিক আচরণে প্রজাতন্ত্র ও আন্তর্জাতিক সম্পৃক্ততার প্রতিষ্ঠিত নীতিগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছে।