ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আলি আর্দেসতানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের বিচারব্যবস্থার গণমাধ্যম মিজান জানায়, সর্বোচ্চ আদালতের অনুমোদন ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর এই ফাঁসি কার্যকর করা হয়েছে।
মিজান জানায়, আর্দেসতানি দেশের সংবেদনশীল তথ্য মোসাদের কাছে সরবরাহ করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বহু বছর ধরে ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বহু ব্যক্তিকে ফাঁসি দিয়ে আসছে। চলতি বছরে এ ধরনের ফাঁসির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে জুন মাসে ইসরাইলি ও মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের প্রেক্ষাপটে।
এই পদক্ষেপকে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান শত্রুতা ও নিরাপত্তা উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।