সোমবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে পানির সন্ধানে লোকালয়ে এসে কুকুরের কামড়ে আক্রমণের শিকার হয়ে আহত হলো এক চিত্রা হরিণ। বনবিভাগের লোকজন আহত হরিণকে উদ্ধার করে উন্নত চিকিৎসা সেবা দিতে হাসপাতালে ভর্তি করান। এ দিকে সীতাকুণ্ড বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রনি আলী খান বলেন, হরিণটি মিঠা পানি পান করতে লোকালয়ে চলে আসলে সাগরের বেড়িবাঁধ এলাকায় থাকা কুকুরের কামড়ে আক্রমণের শিকার হয় চিত্রা হরিণটি।