বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর অন্যায্য দাবি নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, তফশিল ঘোষণার পর কোনো ধরনের আন্দোলন বা কর্মসূচি সহ্য করা হবে না।
তিনি জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় দুই হাজার আন্দোলন হয়েছে, তবে কোথাও রাবার বুলেট ব্যবহার করা হয়নি; কেবল টিয়ারশেল ও গরম পানি নিক্ষেপ করা হয়েছে। তফশিল ঘোষণার পর যারা আন্দোলনে নামবেন, তাদের আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, শফিকুল আলম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহারের কারণে জালিয়াতি বেড়ে গেছে এবং এতে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।