Web Analytics

সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। সিনেট ও প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পায়। গৃহযুদ্ধ ও দীর্ঘ সংঘাতে বিপর্যস্ত সিরিয়ায় দেশি ও বিদেশি বিনিয়োগের পথ উন্মুক্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিনেটে বিলটির পক্ষে ভোট দেন ৭৭ জন সিনেটর এবং বিপক্ষে ২০ জন। সৌদি আরব ও তুরস্কের অনুরোধে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয় বলে জানা গেছে। সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য জিয়ান্নে শাহীন বলেন, এই সিদ্ধান্ত সিরিয়ার জনগণকে পুনর্গঠনের বাস্তব সুযোগ দেবে। নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা, যিনি একসময় আল কায়দার সিরিয়া শাখার সঙ্গে যুক্ত ছিলেন, শুরু থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি দেশের পুনর্গঠনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা প্রত্যাহার অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করবে, তবে শাসনব্যবস্থা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্নও তুলবে।

Card image

Related Threads

logo
No data found yet!