Web Analytics

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিজয়নগরের বিজয় চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, স্বাধীনতার পরও জাতিকে একের পর এক লড়াই চালিয়ে যেতে হচ্ছে, যা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন। ফুয়াদের দাবি, ‘ফ্যাসিবাদী শক্তি’ নির্বাচন প্রক্রিয়া ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে এবং শরিফ ওসমান হাদির ওপর হামলা তার প্রমাণ। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার কারাবাস, তারেক রহমানের নির্বাসন ও রাজনৈতিক সহিংসতা প্রমাণ করে যে গণতন্ত্র এখনো হুমকির মুখে।

সভায় উপস্থিত অন্যান্য নেতারা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ লক্ষ্য পূরণের আহ্বান জানান, এবং নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি তোলেন।

Card image

Related Threads

logo
No data found yet!