নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি শহরে প্রবেশ করেন, তাকে গ্রেফতার করা হবে। মামদানি হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার কথা উল্লেখ করে বলেন, যেসব বিশ্বনেতার বিরুদ্ধে আইসিসি অভিযোগ এনেছে, তারা নিউইয়র্কে এলে গ্রেফতার হবেন। নেতানিয়াহু, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মুখোমুখি, অভিযোগ অস্বীকার করে নিউইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামে যোগ দেওয়ার পরিকল্পনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামদানি যদি ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন, তবেই আলোচনার সুযোগ থাকবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী অবস্থান ও ট্রাম্প প্রশাসনের আইসিসি-বিরোধী নীতির কারণে নেতানিয়াহুর গ্রেফতার কার্যত অসম্ভব।