প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিএনপির পক্ষ থেকে সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন দেওয়ার কথা বলা হয়েছে। বিএনপি চাচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা। এছাড়া গত ১৫ বছরের জনতার উপর নিপীড়নকারীদের বিচার দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছে। সোমবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একিডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, বিএনপি এবং বিরোধীমতের নেতাকর্মীদের উপর যে ১ লাখ ২৫ হাজার মামলা হয়েছে সেগুলো হয়রানিমূলক, এসব মামলা প্রত্যাহার করার কথা বলেছে। এই সময়ে ডেভিল হান্টে নিরপরাধদের হয়রানি না করতে সচেতন করে দলটি।