শাহরিয়ার আলম সাম্য হত্যার আসামি রিপন জবানবন্দিতে বলে, সাম্যকে হত্যার পর মূল আসামিকে সে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের মন্দিরের গেটে নিয়ে যায়। সেখান থেকে আরেকটিকে গ্রুপ তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। এরপর তারা সবাই কক্সবাজারে পালিয়ে যায়। আসামি স্বীকার করে, হত্যাকাণ্ডে অংশ নিয়েছে দুটি গ্রুপ। ৫ থেকে ৭ জন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়। এর মধ্যে দুজন সাম্যকে আঘাত করে। বাকিরা আশপাশে নজর রাখে। হত্যাকারীরা সবাই মাদক কারবারের সঙ্গে জড়িত। জানা গেছে, গ্রেফতার হওয়া পাঁচ আসামিকে সোমবার আদালতে হাজির করা হয়। এ সময় রিপন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হন।