ঢাকার পুরান ঢাকার কসাইটুলিতে ভূমিকম্পের সময় মাথায় ইট পড়ে নিহত হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি (২৩)। আহত মা নুসরাত জাহান নিপা ছেলেকে বিদায় জানিয়ে বলেন, ‘বেহেশতে দেখা হবে’। শনিবার বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান-ই গোরস্থানে দাদা ও চাচার কবরের পাশে রাফিকে দাফন করা হয়। এর আগে ঢাকায় কলেজে ও বগুড়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে বাজার করতে গিয়ে ভূমিকম্পে একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়লে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয় এবং মা নিপা গুরুতর আহত হন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত। রাফির বাবা অধ্যক্ষ ওসমান গণি রুস্তম ঢাকায় এসে ছেলের লাশ নিয়ে বগুড়ায় ফেরেন। তরুণ এই শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।