Web Analytics

সাতক্ষীরার সুন্দরবন থেকে অপহৃত সাত জেলে ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধের পর নিরাপদে বাড়ি ফিরেছেন। গত রোববার সকালে মালঞ্চ নদীর হাঁসখালী, চেলাকাটা ও হেতালবুনি খাল এলাকায় কাঁকড়া ধরতে গেলে জলদস্যুরা তাদের অপহরণ করে। বিকাশের মাধ্যমে মুক্তিপণ পরিশোধের পর বুধবার ভোরে তারা লোকালয়ে ফিরে আসেন। ফিরেছেন শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের সাতজন জেলে।

জেলেরা জানান, প্রথমে আত্মসমর্পণকৃত ডন বাহিনীর পরিচয়ে তাদের অপহরণ করা হলেও পরে তারা বুঝতে পারেন অপহরণকারীরা নানু বাহিনীর সদস্য। এই দস্যু দলের কাছে সাতটি আগ্নেয়াস্ত্র রয়েছে, যার একটি আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। তারা আরও জানান, সাতক্ষীরার পারুলিয়ায় অবস্থানরত একটি প্রভাবশালী চক্র এই জলদস্যুদের নিয়ন্ত্রণ করছে।

বন বিভাগ ও পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং মুক্তিপণ পরিশোধের বিষয়টি যাচাই করা হচ্ছে। অপহরণকারীদের শনাক্তে মুক্তিপ্রাপ্ত জেলেদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!