উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, নগরীর যানজট নিরসনের জন্য প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়ন হবে বন্দর নগরী চট্টগ্রামে। উপদেষ্টা লেখেন, ‘দেশের প্রথম মনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। নগরের যানজট কমাতে এ প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে জার্মানি ও মিশরের যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ।’ উল্লেখ্য, এ সংক্রান্ত সমঝোতা চুক্তি রোববার স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠান দুটি নগরীতে ফিজিবিলিটি স্টাডি করবে। জানা গেছে, এতে বিনিয়োগ ধরা হয়েছে প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা।