Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, এবার জামায়াত সরাসরি নারী প্রার্থী না দিলেও তাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থী রয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দলের পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তাহের বলেন, পূর্বের ঐকমত্য কমিশনে সংস্কার আলোচনায় নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ৫ থেকে ১৫ শতাংশ নারী প্রার্থী রাখার প্রস্তাব গৃহীত হয়েছিল। জামায়াতে ইসলামী সেই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে এবং এটি আইন হলে নারী প্রার্থী দিতে বাধ্য থাকবে। তিনি আরও জানান, অনলাইন প্রচারণা নতুন কৌশল হলেও দলটি মূলত ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগে গুরুত্ব দিচ্ছে।

তাহের বলেন, জামায়াত নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং ক্ষমতায় গেলে দলীয় সীমাবদ্ধতার বাইরে গিয়ে যোগ্য বাংলাদেশিদের মন্ত্রী হিসেবে বিবেচনা করবে।

Card image

Related Threads

logo
No data found yet!