লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগ উঠেছে। রয়েল ফুটবল একাডেমির ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক চড়ুইভাতি অনুষ্ঠানের পর রাতে ইউএনও ফোনে আয়োজকদের সঙ্গে কথা বলেন। সহসভাপতি মেহেরবান মিঠু অনুষ্ঠানের বিলম্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ‘আপু’ বলে সম্বোধন করলে ইউএনও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বলে অভিযোগ ওঠে। ফোনালাপের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
মিঠু জানান, তিনি বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করেছিলেন এবং পরে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। ইউএনও শামিমা আক্তার জাহান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আপু’ বলায় তিনি রাগ করেননি, বরং গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলায় বন্ধ করতে বলেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে—কেউ ‘আপু’কে ভদ্র সম্বোধন বলেছেন, আবার কেউ প্রশাসনিক শৃঙ্খলার গুরুত্বের কথা তুলেছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শামিমা আক্তার জাহান এর আগে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও শিক্ষানীতিতে একতরফা সিদ্ধান্তের কারণে বিতর্কের মুখে পড়েছিলেন।