চ্যাম্পিয়নস লিগে রোমাঞ্চকর এক রাতে রিয়াল মাদ্রিদ, পিএসজি ও বেনফিকা নকআউট প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে। বেনফিকা ৪–২ গোলে রিয়ালকে হারিয়ে ২৪তম হয়ে মার্শেইকে বিদায় করে প্লে-অফে উঠেছে। হেরেও ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে রিয়ালও প্লে-অফে জায়গা পেয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি নিউক্যাসলের সঙ্গে ১–১ গোলে ড্র করে ১৪ পয়েন্ট নিয়ে দশম হয়েছে এবং সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি।
নরওয়ের বোডো/গ্লিমট অ্যাটলেটিকো মাদ্রিদকে ২–১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে। আর্সেনাল কাইরাত আলমাতিকে হারিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে, আর লিভারপুল ৬–০ গোলে কারাবাগকে হারিয়েছে। সরাসরি শেষ ষোলোতে উঠেছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি।
নকআউট প্লে-অফে নবম থেকে চব্বিশতম স্থানে থাকা দলগুলো অংশ নেবে, যার মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, আতালান্তা, লেভারকুসেন, বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগা, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বোডো/গ্লিমট ও বেনফিকা।