Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, গণভোট প্রশ্নে একটি রাজনৈতিক পক্ষ ভারতীয় মাফিয়া গোষ্ঠীর পক্ষে অবস্থান নিয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণ স্বাধীন কমিশনের অধীনে নির্বাচন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। তিনি দাবি করেন, ২০০৯ সাল থেকে বিএনপি-জামায়াত জোটের নেতা-কর্মীদের গুম, হত্যা ও নির্যাতনের পর কিছু রাজনৈতিক দল ভারতীয় প্রভাবের অধীনে কাজ করছে। তিনি আরও অভিযোগ করেন, কিছু মিডিয়া ও করপোরেট গোষ্ঠী জাতীয় স্বার্থবিরোধী পক্ষকে সমর্থন দিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে এখন দুটি পক্ষ—একটি গোলামির, অন্যটি স্বাধীনতার। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি অতীত নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন ফতেহাবাদ গ্রামের ওয়ালি উল্লাহ সরকার।

Card image

Related Threads

logo
No data found yet!