ইরানে চলমান বিক্ষোভের কারণে পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কায় দেশটিতে অবস্থানরত নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর (ডিএফএটি) হালনাগাদ ভ্রমণ সতর্কতায় জানিয়েছে, বাণিজ্যিকভাবে দেশ ছাড়ার সুযোগ এখনো থাকলেও তা ক্রমেই সীমিত হয়ে পড়ছে। সতর্কতায় আরও বলা হয়েছে, শিগগিরই আকাশসীমা বন্ধ ও ফ্লাইট বাতিল হতে পারে, যা পরবর্তীতে দেশত্যাগ অসম্ভব করে তুলতে পারে।
ডিএফএটি জানিয়েছে, সরকারি পরামর্শ উপেক্ষা করে কেউ ইরানে থেকে গেলে নিজের নিরাপত্তার দায়ভার তাকেই নিতে হবে। দীর্ঘ সময় আশ্রয়ে থাকার প্রস্তুতি নিতে এবং পর্যাপ্ত পানি, খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। চলমান বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চয়তার প্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কর্তৃপক্ষ বলেছে, ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ও সম্ভাব্য ভ্রমণ বিঘ্নের কারণে সতর্কতা জারি করা হয়েছে।