নির্বাচন কমিশন প্রাথমিক বাছাইয়ে ১৪৪টি নতুন দলের আবেদনপত্রে পূর্ণতা নেই বলে চিহ্নিত করেছে। প্রথম ধাপে ৬২ দলকে চিঠি পাঠানো হয়েছে, বাকি ৮২ দলকে পরবর্তী ধাপে চিঠি দেওয়া হবে। সংশোধনের সুযোগ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণ না করলে আবেদন বাতিল হবে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০।