ফ্যাক্টওয়াচ এবং বাংলা ফ্যাক্ট-এর অনুসন্ধানে জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় সেনাসদস্য নিয়ে প্রচারিত তথ্য ও ভিডিও ভুয়া। সেনাবাহিনীর সদস্য পদত্যাগ করেছেন—এ দাবি সত্য নয়। গোপালগঞ্জে অভিযানের নামে ছড়ানো ভিডিওটিও পুরোনো, যা মোহাম্মদপুরে ফেব্রুয়ারির অভিযানের সময় ধারণ করা। বাংলা ফ্যাক্ট জানায়, বিভ্রান্তি তৈরিই ছিল এসব প্রচারের উদ্দেশ্য। ফ্যাক্টওয়াচ ও বাংলা ফ্যাক্ট গুজব প্রতিরোধে সত্য যাচাই করছে।