বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, প্রধান উপদেষ্টা ও নরেন্দ্র মোদির বৈঠকটি নিশ্চয় অনেক গুরুত্বপূর্ণ। এটার প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল। এজন্য সরকার স্বতঃপ্রণোদিত হয়ে চেষ্টা করছিল। তিনি বলেন, ‘ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচারটা হয়। কারণ, একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। আরো বলেন, তিস্তার পানি আমাদেরকে দিতে হবে এবং তিস্তা বাঁধের প্রয়োজনীয় সংস্কার, বাঁধ আমাদের করতে হবে। এ নিয়ে বাংলাদেশ কোনো ছাড় দেবে না। মির্জা আব্বাস বলেন, এক গ্রুপ আছে দেশে, আরেক গ্রুপ আছে বিদেশে- যারা নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন। আবার বলছে সংস্কারের কথা শুনলে নাকি বিএনপির মেজাজ খারাপ হয়ে যায়। বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়, সংস্কারের পক্ষে। একই সঙ্গে নির্বাচনেরও পক্ষে, দুইটারই প্রয়োজন আছে। কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয়, যেটি জনগণের অধিকারের বাইরে চলে যাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।