জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামকে বাণিজ্যিক স্থাপনামুক্ত করা হচ্ছে। তার কথায়, ‘২০২৬ সালের পর নতুন করে এই স্টেডিয়ামের দোকানগুলোর সঙ্গে আর চুক্তি নবায়ন করা হবে না। ফলে বাণিজ্যিক স্থাপনামুক্ত হবে ক্রিকেট স্টেডিয়াম। পর্যায়ক্রমে ধীরে ধীরে সব স্টেডিয়াম থেকে দোকান সরিয়ে নেওয়া হবে।’ জাতীয় স্টেডিয়ামের প্রবেশপথ প্রশস্ত করতে দুটি দোকান সরিয়ে নিতে ইতোমধ্যে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়া অগোছালোভাবে ব্যবসায়ী পণ্য রাস্তার ওপর রেখে সাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, নষ্ট হচ্ছে স্টেডিয়ামের সৌন্দর্য।