জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাজহারুল ইসলাম নিপুকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতারা তার হাতে মনোনয়নপত্র তুলে দেন। নিপু বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করাই তার লক্ষ্য এবং তিনি শোষণমুক্ত সমাজ গড়তে চান। অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বরিশাল-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশও তাদের প্রার্থী ঘোষণা করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।