ডাকসু নির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। তিনি বলেন, সাইবার অ্যাটাক করে এবং প্রোপাগান্ডা চালিয়ে ভোট কমানোর অপচেষ্টা করা হয়েছে। তবে ঢাবির শিক্ষার্থীরা বিচক্ষণ, তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি। শামীম বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে এখন পর্যন্ত কোন আশঙ্কা নেই। পরিবেশ সুন্দর। এর আগে সকাল ৮টায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৪টার আগে লাইনে যারা দাঁড়াবেন সবাই ভোট দিতে পারবেন। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে পুরো ক্যাম্পাস এলাকা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।