ইসরায়েলের সেনারা ২৯ অক্টোবর গভীর রাতে দক্ষিণ লেবাননের ব্লিদায় একটি পৌর ভবনে অভিযান চালিয়ে পৌর কর্মী ইব্রাহিম সালামেহকে হত্যা করেছে। ড্রোন ও সাঁজোয়া যান ব্যবহার করে অভিযান পরিচালিত হয়েছিল। ইসরায়েল এই ভবনটি হিজবুল্লাহ ব্যবহার করেছিল—এর কোনো প্রমাণ দেয়নি। সেনারা দাবি করেছে, “সন্দেহভাজন” ব্যক্তির মুখোমুখি হলে গুলি চালানো হয়েছিল, তবে সালামেহ লক্ষ্যবস্তু ছিলেন কি না তা অজানা। হামলার পর লেবাননে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীকে দক্ষিণ সীমান্তে যেকোনো ইসরায়েলি অনুপ্রবেশ প্রতিহত করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম হামলাকে লেবাননের সার্বভৌমত্বের ওপর নগ্ন লঙ্ঘন হিসেবে নিন্দা জানান। ব্লিদা ও আশপাশের শহরগুলোতে বিক্ষোভে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়।