Web Analytics

বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় বুনিয়াদি প্রশিক্ষণরত তিনজন সহকারী কমিশনারকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) চাকরিচ্যুত করেছে। বুধবার (২৯ নভেম্বর) জ্যেষ্ঠ সচিব এহছানুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চাকরিচ্যুতরা হলেন ফরিদপুরের কাজী আরিফুর রহমান, বগুড়ার অনুপ কুমার বিশ্বাস এবং পিরোজপুরের নবমিতা সরকার। তারা ৪৩তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী তাঁদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এই বিধি অনুযায়ী, প্রশিক্ষণকালীন সময়ে কোনো কর্মকর্তা অযোগ্য বিবেচিত হলে পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই সরকার তাঁর নিয়োগ বাতিল করতে পারে। তবে প্রজ্ঞাপনে তাঁদের চাকরিচ্যুতির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।