Web Analytics

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা তার বাসভবনের ওপর ইউক্রেনের পক্ষ থেকে কোনো হামলার প্রমাণ পাওয়া যায়নি। সিআইএ-এর মূল্যায়নে বলা হয়েছে, সাম্প্রতিক ড্রোন হামলায় ইউক্রেন পুতিন বা তার কোনো বাসভবনকে লক্ষ্যবস্তু বানায়নি। কর্মকর্তারা জানান, ইউক্রেন এমন একটি সামরিক স্থাপনা লক্ষ্য করেছিল যা পুতিনের বাসভবনের একই অঞ্চলে অবস্থিত হলেও কাছাকাছি নয়।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, রাশিয়া নভগোরোড অঞ্চলে প্রেসিডেন্টের বাসভবনে কথিত ইউক্রেনীয় ড্রোন হামলার দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাশিয়ার দাবিকে উড়িয়ে দেন এবং নিউ ইয়র্ক পোস্টের একটি সম্পাদকীয় শেয়ার করেন যেখানে পুতিনের প্রতিক্রিয়াকে সমালোচনা করা হয়। পরে ট্রাম্প জানান, পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার পর তার ধারণা হয়েছে, হামলাটি সম্ভবত ঘটেনি।

জেলেনস্কি এই অভিযোগ অস্বীকার করে বলেন, এমন দাবি ইউক্রেনের কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষুণ্ন করছে এবং রাশিয়ার নতুন আক্রমণকে ন্যায্যতা দেওয়ার প্রচেষ্টা হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!