ফরিদপুরের সদরপুর উপজেলায় চলমান ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন সেককে আটক করেছে পুলিশ। ২১ ডিসেম্বর দুপুরে চর বিষ্ণপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আল মামুন শাহ জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জালাল উদ্দীনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দেশব্যাপী পরিচালিত এই অভিযানের লক্ষ্য অপরাধ ও বিশৃঙ্খলা প্রতিরোধ। পুলিশ জানিয়েছে, আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে স্থানীয় নিরাপত্তা জোরদার করা যায় এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ সম্ভব হয়।