স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ‘পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার’ অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। মুক্তিযুদ্ধ সংসদের ব্যানারে বেশ কিছু লোকজন শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে ফেরার সময় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জ জেলার সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার দক্ষিণ গাজীরচটরে সোহেল পারভেজ (৪১)। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।