গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় আইএসপিআর এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ফলে পুলিশ ও সাংবাদিক আহত হয়েছেন এবং সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালায় এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করে। সেনাবাহিনীর মাইকিং উপেক্ষা করে বিক্ষোভকারীরা ককটেল ও ইট ছুড়লে আত্মরক্ষায় বলপ্রয়োগ করতে হয়। বর্তমানে জেলার পরিস্থিতি স্বাভাবিক, কারফিউ জারি রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।