Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার বিকেলে ফতুল্লা উপজেলার দেলপাড়া এলাকায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি নারায়ণগঞ্জ-৪ (সদর) আসনের তরুণ ভোটারদের আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়াই এনসিপির লক্ষ্য। তিনি উল্লেখ করেন, এমন রাষ্ট্র গঠন করতে হবে যেখানে ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে এবং নাগরিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা পাবে। তার মতে, একটি নতুন বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।

এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ জেলা ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাজুড়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালান এবং তরুণদের পরিবর্তনের রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!