পবিত্র ঈদে মিলাদুন্নবী উপল্লক্ষ্যে এবারও আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস। বুধবার সকাল সাড়ে ১০টায় মোহাম্মদপুর কাদেরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয় র্যালিটি। মোহাম্মদপুর শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, মিরপুর রোড, ধানমন্ডি ২৭ নং রোড ঘুরে সাত মসজিদ রোড, শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুরে গিয়ে শেষ হয় জশনে জুলুস। এ বছর জুলুসের নেতৃত্ব দেন সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্। জুলুস শেষে মাহফিলে সভাপতিত্ব করবেন তিনি। উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালিত হবে।