ইসরাইল ইরানের সাথে বিমানযুদ্ধের শেষে ২৩ জুন তেহরানের এভিন কারাগারে হামলা চালায়। এতে ৭১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। জাহাঙ্গীর বলেন, ‘এভিন কারাগারে হামলায় শহীদ হয়েছেন ৭১ জন, যাদের মধ্যে ছিলেন প্রশাসনিক কর্মী, সেনাবাহিনীতে চাকরিরত তরুণ, বন্দিরা, বন্দিদের সাথে সাক্ষাৎ করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা।’ জানা গেছে, এভিন কারাগারে দুইজন ফরাসি নাগরিক সেসিল কোলার এবং জ্যাক প্যারিস আছেন, যারা তিন বছর ধরে আটক রয়েছেন। এই হামলাকে অগ্ৰহণযোগ্য বলেছিল ফ্রান্স!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।