উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে জটিলতা রয়েছে। জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে। তিনি ফেসবুকে লেখেন, আর্জি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইবুনাল রায় প্রদান করেছে। ইসি শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে, আপিলও করেনি। আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও না নিয়ে এবং দুইজন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত ১০টায় গেজেট প্রকাশ করেছে ইসি। শপথ না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে, যা এখনও বিচারাধীন। বরিশাল সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আর্জি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইবুনাল। ট্রাইবুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য নয়। কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়াদ আছে কিনা তা স্পষ্ট নয়। অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।