Web Analytics

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যেকোনো পরিস্থিতিতেই গণমাধ্যমের অফিসে আগুন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য প্রতিবাদের ভাষা হতে পারে না।

তিনি বলেন, এই দুই পত্রিকার সম্পাদকীয় নীতি নিয়ে অনেকের আপত্তি থাকলেও, আধুনিক রাষ্ট্রে কোনো সংবাদমাধ্যমের অফিসে হামলা বা অগ্নিসংযোগের নৈতিক বা রাজনৈতিক বৈধতা নেই। গাজী আতাউর রহমান আরও জানান, বৃহস্পতিবারের ঘটনায় কোনো রাজনৈতিক বা ধর্মীয় সংগঠন কিংবা শহীদ ওসমান হাদির সঙ্গে সম্পৃক্ত কোনো প্রতিষ্ঠান জড়িত নয়, এটি একটি বিচ্ছিন্ন কিন্তু গুরুতর ঘটনা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে এবং ওসমান হাদির শাহাদাতকে কেন্দ্র করে কেউ যেন সেই প্রচেষ্টাকে উৎসাহ না দেয়। দলটি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা ও গণমাধ্যমের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!