Web Analytics

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশ অমান্য করলে শৃঙ্খলাভঙ্গ ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি ও ৩ ডিসেম্বর থেকে সম্পূর্ণ কর্মবিরতি পালন করছে, বেতন গ্রেড উন্নয়ন ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব দাবি ইতিমধ্যে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং জাতীয় বেতন কমিশন–২০২৫–এর সঙ্গেও আলোচনা হয়েছে। তবুও কিছু স্থানে শিক্ষকরা বার্ষিক পরীক্ষা বাধাগ্রস্ত করেছেন এবং পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকদের লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। মন্ত্রণালয় বলেছে, কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ঝুঁকিতে ফেলা সরকারি চাকরি আইন ও আচরণবিধির পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই সকল শিক্ষককে দ্রুত কাজে যোগ দিয়ে তৃতীয় প্রান্তিকের পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!