Web Analytics

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার থেকে দেশটিতে আটক মার্কিন নাগরিকদের মুক্তি দিতে শুরু করেছে। এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে স্বাগত জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, একাধিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, তবে মোট সংখ্যা বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আমলের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে বন্দিদের মুক্তির নির্দেশ দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করায় তিনি সেখানে হামলার নির্দেশ বাতিল করেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয় এবং সরকার কঠোর দমননীতি গ্রহণ করে, যার ফলে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছিল।

এর আগে ভেনেজুয়েলা স্প্যানিশ ও ইতালীয় নাগরিকদেরও মুক্তি দিয়েছিল। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিদেশে আটক নাগরিকদের মুক্তিকে কূটনৈতিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে আসছে।

Card image

Related Threads

logo
No data found yet!