Web Analytics

পাবনার চাটমোহরের দোলং এলাকায় শুক্রবার সকালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন (৭৬) ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে স্কুলশিক্ষক ফরহাদ নাসিম লাভলু জানান, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তার বাবা।

সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার ইগ্নাসিউজ গমেজ (ইনু মাস্টার) জানান, শুক্রবার বাদ জুমা পৌর সদরের দোলং মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব তার গ্রামের বাড়ি ছাইকোলা ইউনিয়নের চরনবীন গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিক্ষকতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখা এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Card image

Related Threads

logo
No data found yet!