রোববার ‘মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের বিষয়ে সরকার কী করবে জনগণের সামনে তা দৃশ্যমান করতে হবে। এই বিএনপি নেতা বলেন, নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, দেশের চলমান সমস্যা তত বাড়বে। জাতির মধ্যে যে অস্থিরতা, তা কাটাতে হলে নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, পুরো বিশ্ব ঘৃণিত গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছে। তাদের মধ্যে অনুশোচনা নেই, দায় স্বীকার নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, সম্পূর্ণ রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। সব মানুষ আপন করে নিতে পারে এরকম রাজনৈতিক সংস্কৃতির চর্চা আমাদের চালু করতে হবে।