তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ২৬–২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত মুসলিম আমেরিকান সোসাইটির বার্ষিক সম্মেলনে লিখিত বার্তা পাঠান। বার্তায় তিনি বৈশ্বিক মুসলিম ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং মুসলিম আমেরিকান সমাজের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলন ইসলামী বিশ্বের জন্য ফলপ্রসূ হবে এবং পারস্পরিক বিশ্বাস ও ঐক্যের মাধ্যমে সংকট মোকাবিলার আহ্বান জানান।
সম্মেলনের প্রতিপাদ্য ছিল “অগ্নিপরীক্ষায় বিশ্বাস: অশান্ত সময়েও দৃঢ়ভাবে অটল থাকা”, যা মুসলিম বিশ্ব, বিশেষ করে ফিলিস্তিনিদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জের প্রতিফলন। আয়োজকেরা জানান, গাজায় ২০২৩ সাল থেকে চলমান সহিংসতার প্রেক্ষিতে আন্তর্জাতিক নীরবতা ও ইসরাইলের প্রতি সমর্থনের বিরুদ্ধে কণ্ঠ তুলতেই এই আয়োজন।
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নারী শাখার প্রধান তুগবা ইশিক এরজান সম্মেলনে অংশ নেন। তিনি গাজা ও অন্যান্য মুসলিম অঞ্চলে তুরস্কের মানবিক কূটনীতির অবস্থান তুলে ধরেন এবং যুদ্ধবিরতি, আন্তর্জাতিক আইন বাস্তবায়ন ও মানবিক সহায়তা করিডোর খোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, ইসরাইলের সঙ্গে বাণিজ্য স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ তুরস্ক নিয়েছে, যা প্রেসিডেন্ট এরদোয়ানের “ন্যায়ভিত্তিক পররাষ্ট্রনীতি”-র প্রতিফলন।