মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া আসামিদের মৃত্যুদণ্ড উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। রায় ঘোষণার ১ সপ্তাহের মধ্যে তা কার্যকর করার দাবি জানিয়েছে তারা। সংগঠনটি বলছে, প্রদীপ কুমার দাশ ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় তথাকথিত ‘ক্রসফায়ারে’ অন্তত ১৪৫ জনকে হত্যা করেছেন ও ক্রসফায়ার বাণিজ্যের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন। ২০০৪ সালে চট্টগ্রামে কর্মরত অবস্থায় এক নারীর জমি দখলের চেষ্টা করায় তিনি বরখাস্তও হয়েছিলেন।’ এই সময় মামলার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।