Web Analytics

বাংলাদেশের আবাসন খাতের অন্যতম বৃহৎ আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২৫ আগামীকাল শেষ হচ্ছে। শুক্রবার মেলার তৃতীয় দিনে চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় জমে। যানজট ও ব্যক্তিগত ব্যস্ততা সত্ত্বেও অনেকে পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে মেলায় এসে সাধ্যের মধ্যে ফ্ল্যাট বা ভবিষ্যতের জন্য প্লট খোঁজেন। বিকেলের পর মেলাপ্রাঙ্গণ প্রাণচঞ্চল হয়ে ওঠে, ক্রেতারা বিভিন্ন প্রকল্প, কিস্তি সুবিধা ও বিশেষ অফার সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

হক হোমস অ্যান্ড বিল্ডার্স ও ক্রিডেন্স হাউজিং লিমিটেডসহ বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান তাদের রেডি ও চলমান প্রকল্প প্রদর্শন করছে। ক্রিডেন্স হাউজিং ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় ও বুকিং অফার ঘোষণা করেছে। হক হোমসের ব্যবস্থাপনা পরিচালক জানান, সকালে শীতের কারণে ভিড় কম থাকলেও বিকেলে ক্রেতারা সক্রিয়ভাবে প্রপার্টি খোঁজেন।

মেলাটি শুধু কেনাবেচার স্থান নয়, বরং নিজস্ব বাসার স্বপ্ন পূরণের অনুপ্রেরণার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। শেষ দিনে অনেকেই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রাথমিক আলোচনা ও তুলনা করছেন।

Card image

Related Threads

logo
No data found yet!