বাহরাইনের রাজধানী মনামায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা সংলাপ ‘মানামা ডায়ালগ’-এ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড ঘোষণা করেছেন যে, অন্য দেশের সরকার পরিবর্তন বা ‘রিজিম চেইঞ্জ’ নীতির যুগ শেষ হয়েছে। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ওয়াশিংটন এখন থেকে বিদেশে রাষ্ট্র গঠন বা সরকার উৎখাতের পথে আর হাঁটবে না। গ্যাবার্ডের মতে, দীর্ঘ দশক ধরে এমন নীতির কারণে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করেছে, অগণিত প্রাণ হারিয়েছে এবং বন্ধুর চেয়ে শত্রু দেশ বেশি তৈরি হয়েছে। এই নীতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও নতুন হুমকি সৃষ্টি করেছে।
এপি’র প্রতিবেদনে বলা হয়, গ্যাবার্ডের এই মন্তব্য ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের সময় দেওয়া বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে তিনি সতর্ক করে বলেন, এই নতুন পথ সহজ নয়, কিন্তু ট্রাম্প প্রশাসন এতে অটল। তিনি পুরোনো মার্কিন পররাষ্ট্রনীতিকে ব্যর্থ ও একমাত্রিক আখ্যা দেন, যেখানে যুক্তরাষ্ট্র বারবার অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে, গ্যাবার্ডের বক্তব্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে—যেখানে অন্য দেশে সরকার বদল আর মার্কিন নীতির মূল লক্ষ্য নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও বাস্তব স্বার্থ এখন অগ্রাধিকার পাচ্ছে।