Web Analytics

রংপুর রিজিয়নের ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ডিসেম্বর ২০২৫ মাসে পরিচালিত অভিযানে প্রায় ৭ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪৮৯ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকালে কুড়িগ্রাম বিজিবি হলরুমে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে রংপুর রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক এ তথ্য জানান। অভিযানে ৭০ জন আসামি আটক করা হয়েছে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন নেশাজাতীয় সিরাপ। এছাড়া ৬টি বিদেশি পিস্তল, ২৯ রাউন্ড গুলি, ১৬৪টি গরু, ৩৩টি মহিষ এবং মোটরসাইকেল, কসমেটিকস, কাপড়, কীটনাশক, জিরা, বাইসাইকেল ও কষ্টিপাথরসহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। মানব পাচার প্রতিরোধে ১৫ জনকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জাল টাকা পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নজরদারি বাড়ানো হয়েছে।

জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিজিবি ১ হাজার ১২৫ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং ১ হাজার ১০০ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেছে। কর্মকর্তা জানান, সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!